মাহমুদউল্লাহকে এশিয়া কাপের দলে নেওয়ার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ক্রিকেটার মাহমুদউল্লাহকে এশিয়া কাপের দলে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। সোমবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সামনে
ছবি: প্রথম আলো

এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার মাহমুদউল্লাহকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। সোমবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সামনে তাঁরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে ক্রিকেটার মাহমুদউল্লাহর ভক্তরা বলেন, মাহমুদউল্লাহ বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়। কিন্তু ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে মাহমুদউল্লাহ আজ এশিয়া কাপের দলে স্থান পাননি। অথচ মাহমুদউল্লার চেয়ে অভিজ্ঞতা ও যোগ্যতায় পিছিয়ে থেকেও কেউ কেউ এশিয়া কাপের দলে স্থান পেয়েছেন। এমন বৈষম্য তাঁরা মানবেন না।

ভক্ত-অনুরাগীরা আরও বলেন, ময়মনসিংহ ক্রিকেটার মাহমুদউল্লাহর জন্ম শহর। ময়মনসিংহের মানুষ ক্রিকেটপ্রেমী। তাঁদের চাওয়া যোগ্যতার মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড়দের নেওয়া হোক। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির মাধ্যম দল গঠন করা ময়মনসিংহের মানুষ মানবেন না। ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, মাহমুদউল্লাহকে এশিয়া কাপ ও আসছে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হোক। তা না হলে ময়মনসিংহের মানুষ আরও বড় ধরনের আন্দোলনে যাবেন। সে আন্দোলনে ময়মনসিংহের সব বয়সী মানুষ অংশ নেবেন।

এরই মধ্যে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের দলে নেই  ক্রিকেটার মাহমুদউল্লাহ।