সফল হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার কৃতী শিক্ষার্থীদের

ভোলায় এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন একজন অতিথি। শনিবার শহরের টাউন কমিটি বাংলায় স্কুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

পড়াশোনায় ভালো ফলের ধারা অব্যাহত রেখে জীবনে সফল হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে অঙ্গীকার করেছে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ভোলার শিক্ষার্থীরা।

আজ শনিবার সকালে ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের (বাংলা স্কুল) মাঠে শিখো-প্রথম আলো জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ অঙ্গীকার করে তারা।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীর উদ্দেশে অতিথিরা বলেন, ‘তোমরা আগামীর বিশ্ব। কথায় নয়, সততার সঙ্গে কাজ করে বাংলাদেশকে জয়ী করতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে।’

২০২২ সালে ভোলা থেকে ৭২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছিল ৫৩৫ জন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দুই শতাধিক অভিভাবক ও সুধীজন। অনলাইনে নিবন্ধন করা শিক্ষার্থীরা এসেছিল জেলার সাত উপজেলা থেকে।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।

অনুষ্ঠানে জেলার গুণীজনেরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। এতে ২০ জন শিক্ষার্থী গান, কবিতা ও নৃত্য পরিবেশন ছাড়াও অনুভূতি ব্যক্ত করে। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ভোলা প্রতিনিধি মো. নেয়ামতউল্যাহ।

জেলার সাত উপজেলা থেকে এসেছিল অনলাইনে নিবন্ধন করা জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

ভোলার নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংবাদিক এম ফারুকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের কৃতজ্ঞ মানুষ হতে হবে। তোমরা আগামীর বিশ্ব। প্রযুক্তিনির্ভর মানুষ যেমন হতে হবে, তেমনি সৃষ্টিকর্তা, মাতৃভূমি বাংলাদেশ, মা-বাবা, পরিবারের স্বজন-প্রতিবেশীর প্রতি কৃতজ্ঞ থাকবে। বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা জানতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে।’

লালমোহন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘তোমাদের মানবিক মানুষ হতে হবে। প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে। ধৈর্যশীল ও পরিশ্রমী মানুষ হতে হবে।’

অনুষ্ঠানে ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ বলেন, ‘ভালো ফলের জন্য তোমাদের শিক্ষকদের অবদান রয়েছে, মা–বাবা তো আছেনই। আমরা বাংলাদেশের জয় চাই। সেটা কেবল বললেই হবে না, এটা করে দেখাতে হবে। তিন “ম”—মিথ্যা, মুখস্থবিদ্যা ও মাদককে “না” বলতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের উপাধ্যক্ষ এ টি এম রেজাউল করীম, ভোলা বন্ধুসভার সভাপতি নাজমুস সাকিব, ভোলা সরকারি কলেজের প্রভাষক মো. এরশাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আবৃত্তিশিল্পী মশিউর রহমান।  

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ, এক মাস প্রথম আলো ই-পেপার ও ১৫ দিন চরকির ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে শিক্ষা কোর্স এবং ফ্রেশ ব্র্যান্ডের স্নাকস বক্স দেওয়া হয়। আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।