কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল মহড়া নিয়ে হলে ছাত্রলীগের এক পক্ষ, উত্তেজনা

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে
ছবি: প্রথম আলো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর ক্যাম্পাসে মোটরসাইকেল মহড়া দিয়েছেন সংগঠনটির পদপ্রত্যাশী একদল নেতা–কর্মী।

আজ শনিবার বেলা তিনটার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের কমিটি বিলুপ্ত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আনন্দমিছিল করেন।

এরপর মোটরসাইকেল মহড়া নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যান পদপ্রত্যাশী নেতা–কর্মীরা। এ সময় বিলুপ্ত কমিটির সভাপতির অনুসারীরা রামদা, লাঠি ও রড নিয়ে এগিয়ে এলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলেছি। পুলিশ মোতায়েন আছে।’

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর থেকে বিলুপ্ত কমিটির সভাপতি মো. ইলিয়াছ মিয়ার অনুসারীরা শঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন

এদিকে দীর্ঘদিন পদবঞ্চিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা নিজেদের অবস্থান জানান দিতে আজ বিকেলে ক্যাম্পাসে মোটরসাইকেল মহড়া দেন ও আনন্দমিছিল করেন। পরে বিলুপ্ত কমিটির সভাপতির পক্ষের লোকজনও মাঠে নামেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে।

জানতে চাইলে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ তত্পর রয়েছে। কেউ কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।