গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইন জব্দ, ট্রাকচালকসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় একটি ট্রাক জব্দ করে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। জব্দ করা হেরোইনের মূল্য দেড় কোটি টাকা। গতকাল শনিবার রাতে এগুলো জব্দ করা হয়। এ সময়ে পুলিশ ট্রাকের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে।

হেরোইন বহন করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুগ্রাম এলাকার ফাহাদ হোসেন (২৭) ও তাঁর সহকারী একই এলাকার সাফাত হোসেন (২০)।

আজ রোববার সকালে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে উপপুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান এই তথ্য জানিয়েছেন।

আবু তোরাব মো. শামছুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে গাজীপুর মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউট গেটের সামনে পাকা রাস্তার ওপর পুলিশ অবস্থান নেয় এবং একটি ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। এ সময় পুলিশ দেখে ট্রাকটির চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে চান্দনা এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালক ও সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হলো তাঁরা সন্দেহজনক কথাবার্তা বলেন। পরে ট্রাকের তল্লাশিকরে চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় ১৪টি পলিথিনের ব্যাগে লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের ওজন ১০৪ গ্রাম করে ছিল, যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

এ বিষয়ে উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করার জন্য ট্রাকে করে নিয়ে আসছিলেন ট্রাকের চালক ও তাঁর সহকারী। হেরোইন জব্দের ঘটনায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনের সময় অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) খাইরুল আলম, সহকারী কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ ও গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম উপস্থিত ছিলেন।