কেরানীগঞ্জ ও আশপাশে অস্ত্র দেখিয়ে ডাকাতি করা দলের ৭ জনকে গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত চক্রের হোতাসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি পিকআপ ও তিনটি ছোরাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৪৫), মাহমুদুল হাসান (৩১), হিরা রহমান ওরফে বিজয় (২০), খোকন মিয়া (৩৩), মো. জুয়েল (২৭), মো. সাগর (২৬) ও ফয়সাল আহম্মেদ ওরফে রাসেল (২৫)।

গতকাল রোববার দুপুরে র‌্যাব-১০–এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এতে বলা হয়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০–এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের হোতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি পিকআপ, তিনটি ছোরা, ডেগার, লোহার রড, প্লাস্টিকের পাইপ, কাঠের লাঠি, রশি ও গামছা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মোহাম্মদ ফরিদউদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা বেশ কিছুদিন ধরে ঢাকার কেরানীগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন এলাকায় মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিলেন। মাদক ব্যবসার সঙ্গেও তাঁদের জড়িত থাকার অভিযোগ আছে। তাঁরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির একটি মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।