বিদ্যালয়ের সভাপতির পদ হারালেন জাল সনদধারী, মাদক মামলার সেই আসামি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডফাইল ছবি

পদ হারালেন জাল সনদ দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের সভাপতি হওয়া মোহাম্মদ আলী। আজ বুধবার বিকেলে তাঁর সভাপতির পদ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বোর্ড চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। এর আগে সনদ যাচাইয়ের দুই সদস্যের যাচাই কমিটি করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৮ অক্টোবর বোয়ালখালীতে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে মোহাম্মদ আলীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা হয়। এ মামলায় ২০২২ সালের ২২ জুলাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। বর্তমানে মাদক মামলাটি বিচারাধীন।

আরও পড়ুন

এ নিয়ে গত ৩১ জুলাই প্রথম আলোর অনলাইনে ‘মাদক মামলার আসামি, দিয়েছেন “জাল” সনদ, তবু তিনি স্কুল কমিটির সভাপতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মাদক মামলার আসামিকে বিদ্যালয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়ার সমালোচনা করেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সভাপতি নিয়োগের সময় মোহাম্মদ আলী তাঁর স্নাতকের সনদে উল্লেখ করেছেন, ২০০৩ সালে তিনি সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। সনদ জালের অভিযোগের পর সেটি সাউদার্ন ইউনিভার্সিটিতে পাঠায় বোর্ড। সাউদার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সনদটি জাল। এই নামে কোনো বিভাগ তাদের নেই। যেটি আছে, সেটির নাম ইসলামিক স্টাডিজ। ওই বিভাগ চালু হয়েছে ২০১০ সালে।

আরও পড়ুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই সদস্যের যাচাই কমিটি করেছিলাম। কমিটি প্রতিবেদন দিয়েছে। সেখানে সনদটি জাল বলে প্রতিবেদন দিয়েছে সাউদার্ন। নিয়ম অনুযায়ী উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদ থেকে মোহাম্মদ আলীকে বাদ দেওয়া হয়েছে।’

গত বছরের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর ও স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস। জাল সনদ ব্যবহার করে মোহাম্মদ আলী সভাপতি হন এ বছরের ২৪ মার্চ। ছয় মাসের জন্য চার সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।