কলেজশিক্ষকদের বেতন–ভাতা দাবির মানববন্ধনে হামলা, চার শিক্ষক আহত

বরগুনা জেলার মানচিত্র

বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে বেতন-ভাতার দাবিতে শিক্ষক, কর্মচারী ও ছাত্রীদের মানববন্ধনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলায় কৃষিবিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক জয়নুল আবেদীনসহ চার শিক্ষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ওই কলেজের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত জয়নুল আবেদীনকে শিক্ষকেরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বহিরাগত মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মেহেদীকে প্রধান আসামি করে ছয়জনের নামে মামলা হয়েছে।

ওই কলেজ সূত্রে জানা গেছে, কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ ফোরকান মিয়ার অপসারণ ও বেতন-ভাতার দাবিতে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা মানববন্ধনের আয়োজন করেন। এ সময় ফোরকানের নেতৃত্বে বহিরাগত মেহেদী, বাবুল মিয়া, আমতলী পৌর জামায়াতের আমির প্রভাষক কবির হোসেন, সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সহকারী অধ্যাপক বাছির উদ্দিন, রসায়নের প্রভাষক মো. জলিল, মাকসুদুর রহমান, নজরুল ইসলাম ও রুহুল আমিন মানববন্ধনে হামলা করেন। হামলায় কৃষিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক জয়নুল আবেদীন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রভাষক বশির উদ্দিন, পদার্থবিদ্যার প্রভাষক সৈয়দ ওয়ালী উল্লাহ ও যুক্তিবিদ্যার প্রভাষক জলিলুর রহমান আহত হন।

গুরুতর আহত জয়নুলকে শিক্ষকেরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান। এ সময় পুলিশ মেহেদীকে ঘটনাস্থল থেকে আটক করে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার বাদী হয়ে মেহেদী, ফোরকান মিয়াসহ ছয়জনের নামে থানায় মামলা করেন। পরে পুলিশ মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠান।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার বলেন, বহিষ্কৃত অধ্যক্ষ ফোরকান জবরদখল করে কলেজের কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর কারণে সাত মাস ধরে শিক্ষকেরা বেতন পাচ্ছেন না।

এ বিষয়ে বহিষ্কৃত অধ্যক্ষ ফোরকান মিয়া বলেন, ‘আমি মারধর করিনি। উল্টো আমাকে লাঞ্ছিত করা হয়েছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাঙ্ক্ষিতা মণ্ডল তৃণা বলেন, আহত জয়নুল আবেদীনের মুখমণ্ডল, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার মেহেদীকে কারাগারে পাঠানো হয়েছে।