দরজায় ছিটকিনি দিয়ে মা গেছেন কাজে, ঘরে পুড়ল দুই শিশু

মাদারীপুর সদর উপজেলায় ঘরের ভেতরে আগুন লেগে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুর সদর উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। নিহত শিশু দুটির বয়স এক থেকে তিন বছর। অগ্নিকাণ্ডের পর থেকে তাঁদের মাকে খুঁজে পাওয়া যায়নি। প্রতিবেশীরা এই শিশুদের ও তাদের মায়ের নাম-পরিচয় জানেন না।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিকরহাটি এলাকার সাবেক সেনাসদস্য মওলা মাতুব্বর তাঁর পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তাঁর গ্রামের বাড়িতে একটি ঘর ভাড়া নেন শ্রীনদী এলাকার মানিক বৈদ্য নামের এক ব্যক্তি। ১৫ দিন আগে একটি চুরির মামলায় কারাগারে যান মানিক। আজ সোমবার ১২টার দিকে তাঁর ওই ভাড়া ঘরে হঠাৎ আগুন আর ধোঁয়া দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় ঘরের ভেতর থেকে আগুনে পুড়ে গুরুতর আহত দুই শিশুকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বেলা একটার দিকে এক শিশুকে মাদারীপুর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য শিশুটি আগুনে পুড়ে ঘরেই মারা গেছে বলে জানায় পুলিশ।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জাহিন আরেফিন প্রথম আলোকে বলেন, হাসপাতালে আগুনে পোড়া এক শিশুকে আনা হয়। ওই শিশুর মুখ, গলা, হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হৃদয় খান প্রথম আলোকে বলেন, ‘ঘরের ভেতরে আগুন আর ধোঁয়া দেখে আমরা পুকুর আর কল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ঘরের ভেতরে গিয়ে দুই শিশুকে পড়ে থাকতে দেখি। এক বছর বয়সী শিশুটা ওখানেই মারা গেছে। তবে আড়াই বছরের শিশুটা তখনো বেঁচে ছিল। ওকে হাসপাতালে আনার পর মারা যায়। অনেক চেষ্টা করেও শিশুটাকে বাঁচাতে পারলাম না।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাড়ির মালিক ঢাকায় থাকেন। তাঁর বাড়ির একটি ঘর ভাড়া দিয়েছেন। ভাড়া ঘরে স্বামী, স্ত্রী, শাশুড়ি ও দুই শিশুকে নিয়ে একটি পরিবার ভাড়া থাকত। তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝেমধ্যে তাঁদের পারিবারিক কলহ হতো। কিছুদিন আগে স্বামী এক মামলায় কারাগারে যান। শিশু দুটির মা সকালে বাড়ি থেকে বের হয়ে কাজে যান। তখন তিনি ঘরে তার দুই শিশুকে রেখে বাইরে থেকে ছিটকিনি দেন। এরপর আর ফেরেননি। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ শিশু দুটির পরিবারকে খুঁজছে।’