কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ৪০ জন সিলেটের হাসপাতালে ভর্তি

কোরবানির পশু জবাই করার সময় আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে
ছবি : প্রথম আলো

সিলেটে পশু কোরবানি দিতে গিয়ে আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন। তবে তাঁদের মধ্যে কেউ গুরুতর আহত নন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে গিয়ে এই তথ্য জানা গেছে।

আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পশু কোরবানি দিতে গিয়ে দুর্ঘটনাবশত তাঁরা আহত হয়েছেন। কেউ পশু জবাই দেওয়ার সময় আহত হয়েছেন। আবার কেউ আবার মাংস কাটতে গিয়ে ধারালো দায়ের আঘাত পেয়েছেন। হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে আজ সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৬০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪০ জনই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন।

হাসপাতালের ওই ইউনিটে ভর্তি হয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরকান্দিা গ্রামের সেলিম আহমদ (৪৬)। তিনি বলেন, সকালে তিনিসহ আরও কয়েকজন মিলে গ্রামে পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনিসহ চারজন গরুটি ধরে রেখেছিলেন। হঠাৎ গরুটি লাফিয়ে ওঠে। তখন অন্যরা গরুর রশি ছেড়ে দেন। এ সময় পাশে থাকা আরেক ব্যক্তির ধারালো দা তাঁর হাতে লেগে কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে তাঁকে হাসপাতালে আনা হয়েছে।

একই উপজেলার ডৌবারি এলাকার বাসিন্দা আলাউদ্দিন (৪৫) বলেন, গরু কোরবানির পর মাংস কাটছিলেন তিনি। এ সময় দায়ের আঘাত লাগে বাঁ হাতে। এতে বেশ রক্তক্ষরণ হয়েছে।

বালাগঞ্জ উপজেলার হারিয়ারগাঁও গ্রামের বাসিন্দা রাসেল আহমদ (২৮) বাঁ হাতে দায়ের আঘাত পেয়েছেন। তাঁর ভাই জুবের আহমদ বলেন, কোরবানির মাংস কাটতে গিয়ে এমনটি হয়েছে। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে সিলেটে পাঠিয়েছেন।

সুনামগঞ্জের চরের বন্দ এলাকার বাসিন্দা আকিব আলী (৪০) বলেন, কোরবানির সময় নিজ হাতে থাকা ছুরি পায়ে লেগেছে। এতে বাঁ পায়ের বেশ কিছু অংশ কেটে গেছে। পরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৌলভীবাজারের শামসের নগর এলাকার বাসিন্দা মিঠু মিয়া (২১) বাঁ হাতে ধারালো ছুরির আঘাত পেয়েছেন। তাঁর ভাই শাকিল আহমদ (২৩) বলেন, কোরবানির সময় ডান হাতে থাকা ছুরি পশুর গলায় চালাতে গিয়ে বাঁ হাতে লেগেছে। এতে মিঠুর চারটি আঙুলের বেশ কিছু অংশ কেটে গেছে।  

ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নিরুপম দত্ত বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের এক্স-রে করতে বলা হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের কেউ গুরুতর অবস্থায় নেই। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।