চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

পাহাড়ের মাঝখানের এই সড়ক ধরে ঢুকতে হয় জঙ্গল সলিমপুর ও আলীনগরে। সম্প্রতি তোলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য আহত হয়ে চিকিৎসাধীন। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা, যেখানে অতীতেও প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বারবার হামলার শিকার হয়েছেন।