চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ

চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। বুধবার বিকেলে চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ জানান, তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে।