চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি

চট্টগ্রামে জিইসি কনভেনশন সেন্টারে একটি কনসার্ট চলার সময় দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে মিলনায়তনের গেটের সামনে জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ভেস্ট পরা একজনকে বন্দুক হাতে এগিয়ে যেতে দেখা যায়

চট্টগ্রামের জিইসি মোড়ে কনসার্টে 'জয় বাংলা' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলিতে শরীফ নামের এক তরুণ আহত হয়েছেন। কনসার্টে আসা একটি পক্ষ 'জয় বাংলা' স্লোগান দিলে ছাত্রদলের কর্মীরা প্রতিবাদ জানায়, এরপর সংঘর্ষ শুরু হয়। অভিযোগ উঠেছে, পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে ছাত্রদলের কর্মীরা আহত হন। তবে, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কনসার্টটি একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আয়োজন করে।