চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি
চট্টগ্রামের জিইসি মোড়ে কনসার্টে 'জয় বাংলা' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলিতে শরীফ নামের এক তরুণ আহত হয়েছেন। কনসার্টে আসা একটি পক্ষ 'জয় বাংলা' স্লোগান দিলে ছাত্রদলের কর্মীরা প্রতিবাদ জানায়, এরপর সংঘর্ষ শুরু হয়। অভিযোগ উঠেছে, পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে ছাত্রদলের কর্মীরা আহত হন। তবে, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কনসার্টটি একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আয়োজন করে।