জমে উঠেছে সিলেট বইমেলা

প্রথম আলো বন্ধুসভা আয়োজিত সিলেট বইমেলায় বই দেখছে এক শিশু। বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে
ছবি: প্রথম আলো

প্রতিদিনই হাজারো লেখক-পাঠক ভিড় করছেন। মেলাপ্রাঙ্গণে খণ্ড খণ্ড হয়ে বসে-দাঁড়িয়ে আড্ডা-গল্পে মশগুল হচ্ছেন বইপ্রেমীরা। অনেকে কিনছেন পছন্দের বই। মঞ্চে নিয়মিত হচ্ছে আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য দিনের মতো সিলেট বইমেলায় আজ বুধবারও এই দৃশ্য ছিল।

সিলেট প্রথম আলো বন্ধুসভার আয়োজনে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পক্ষকালব্যাপী সিলেট বইমেলা চলছে। ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলা শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। আয়োজনে সহযোগিতায় রয়েছে সিটি করপোরেশন।

আজ বিকেল সাড়ে চারটায় মেলার মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ পর্ব সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার অর্থ সম্পাদক ফারহানা হক। রাত নয়টা পর্যন্ত সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিশিষ্ট শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। এ ছাড়া বাউলগানও পরিবেশিত হয়।

আয়োজকেরা জানিয়েছেন, ২০১৪ সালে শুরু হওয়া বইমেলা এবার ১১ বছরে পড়েছে। এবার ২৩টি প্রকাশনা সংস্থার পাশাপাশি বন্ধুসভার একটি স্টল আছে। অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো হচ্ছে প্রথমা, কথাপ্রকাশ, অন্বেষা প্রকাশন, তাম্রলিপি, উৎস প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, চৈতন্য, বাবুই, নাগরী, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অভ্র প্রকাশন, বুনন প্রকাশন, চন্দ্রবিন্দু, মাছরাঙা প্রকাশন, জসিম বুক হাউস, স্বপ্ন ’৭১, নগর, নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স, গাঙুর প্রকাশন ও প্রিয়জন প্রকাশনী।

বসন্তের প্রথম দিনে মাথায় ‍ফুল দিয়ে  বইমেলায় এসেছে দুই শিশু। বুধবার বিকেলে সিলেট বইমেলায়
ছবি: প্রথম আলো

সিলেট বইমেলা আয়োজনে এবার সমন্বয়কের দায়িত্বে আছেন সিলেট বন্ধুসভার সভাপতি অন্তর শ্যাম ও সাধারণ সম্পাদক সমীর বৈষ্ণব। তাঁরা জানান, এবার উদ্বোধনী দিন থেকেই বইমেলা জমে উঠেছে। প্রতিদিন হাজারো সাহিত্য অনুরাগী বইমেলায় আসছেন। শুক্র ও শনিবার শেষ দুই দিন প্রচুর বইপ্রেমী ভিড় জমাবেন বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

এদিকে বইমেলার মঞ্চে গত মঙ্গলবার রাত আটটার দিকে ‘প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চা’ শীর্ষক আলোচনা সভা হয়। এ পর্বে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার সাতজন প্রবাসী সাহিত্য-সংস্কৃতি সংগঠক আলোচনায় অংশ নেন। আলোচনা করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক মাহবুব রহমান, কানাডাপ্রবাসী সাংস্কৃতিক সংগঠক মানু হালদার ও দেবব্রত দে তমাল, যুক্তরাজ্যপ্রবাসী সাংস্কৃতিক সংগঠক অসীম চক্রবর্তী প্রমুখ। এ পর্ব সঞ্চালনা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও কবি প্রণব কান্তি দেব।

পরে প্রবাসী লেখক-সংগঠকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, ছড়াকার ও আইনজীবী বিধুভূষণ ভট্টাচার্য এবং নাট্যকার ও নাট্যাভিনেতা মু. আনোয়ার হোসেন।