সাম্প্রদায়িক হামলার বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

মঙ্গলবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে স্থানীয় হিন্দু সম্প্রদায়
ছবি: প্রথম আলো

নড়াইলসহ সারা দেশে হিন্দুধর্মাবলম্বীদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় হিন্দু সম্প্রদায় এ মানববন্ধন করে।

সকাল ১০টার দিকে ‘বান্দরবানের সনাতনি সমাজ’-এর ব্যানারে শত শত হিন্দু নারী-পুরুষ বান্দরবান প্রেসক্লাব চত্বরে জড়ো হন।

এ সময় তাঁদের হাতে ‘ধর্মীয় অনুভূতির নামে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার বিচার চাই’, ‘রাষ্ট্র হোক ধর্মনিরপেক্ষ’সহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিল।

মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির উপদেষ্টা দীলিপ চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ।

সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য উগ্রবাদীদের উসকানি দেওয়া হচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, সারা দেশে একটি উগ্র সন্ত্রাসীগোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। গোষ্ঠীটি ধর্মীয় অনুভূতির নামে হিন্দুধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালাচ্ছে। এদের কঠোরভাবে দমন ও বিচারের আওতায় এনে শান্তি দিতে হবে, তা না হলে হামলা-নির্যাতন বন্ধ হবে না।