যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলায় আনসার সদস্য আহত
যশোর-৩ (সদর) আসনে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ হোসেন নামের এক আনসার সদস্য আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মারুফ হোসেনের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। তাঁর বাবার নাম মোতালেব হোসেন।
ভোটকেন্দ্রে গিয়ে আনসার সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে একটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন
নৌকা ছাড়া কারও এজেন্ট দেখতে পাইনি: সিইসি
জয়পুরহাটে একটি ভোটকেন্দ্রের মূল ফটকে বিস্ফোরণ
ব্যালট ছিনিয়ে শিল্পমন্ত্রীর ছেলের জাল ভোট, কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল
বোমাটি ভোটকেন্দ্রে তিনতলা ভবনের দোতলার বারান্দায় বিস্ফোরিত হয়। এতে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মারুফ হোসেনের একটি পা জখম হয়। আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় বিস্ফোরিত হয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য আহত হন। তবে কেন্দ্রের ভোট গ্রহণের প্রক্রিয়া স্বাভাবিক আছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত থেকে আজ সকাল আটটা পর্যন্ত এ আসনের অন্তত ১৪টি ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ ঘটেছে।