খড়ের গাদায় পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন বাবুল
ফজরের নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন মোহাম্মদ বাবুল (৫০)। হঠাৎ রাস্তার পাশের খড়ের গাদায় চোখ পড়ে তাঁর। সেখানে এক বান্ডিল টাকা পড়ে আছে। বান্ডিলটা তুলে দেখেন সব এক হাজার টাকার নোট।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সাহায্যে টাকার মালিককে খুঁজে বের করেন তিনি। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে গিয়ে নিজের টাকা বুঝে নেন আহসান উল্লাহ।
মোহাম্মদ বাবুল একসময় ব্যবসা করতেন। এখন বয়সের কারণে ছেলেদের সঙ্গে থাকেন। ঘরের কাজকর্ম দেখাশোনা করেন। তিনি বলেন, ‘নামাজ শেষ করে ঘরে ফেরার সময় টাকার বান্ডিলটা পাই। ঘরে এসে আমার ছোট ভাই মোহাম্মদ এরশাদের সঙ্গে পরামর্শ করে কীভাবে মালিককে খুঁজে বের করব, তা ঠিক করি। টাকার মালিককে খোঁজ করে ফেসবুকে একটি পোস্ট করে সে। ভাগ্য ভালো পোস্টটি মালিকের চোখে পড়ে। তিনি দুপুরে আমাদের বাড়িতে এসে তার টাকা বুঝে নেন। প্রকৃত মালিককে টাকাগুলো ফেরত দিতে পেরে ভালো লাগছে।’
টাকার মালিক আহসান উল্লাহ বলেন, গতকাল শুক্রবার পালের হাটে গরু কিনতে গিয়েছিলেন তিনি। সঙ্গে এক হাজার টাকার নোটের ৫০ হাজার ও ৮০ হাজার টাকার দুটি বান্ডিল ছিল। দরদাম পছন্দ না হওয়ায় গরু না কিনেই ফিরে যান হাট থেকে। বাড়িতে গিয়ে দেখেন ৮০ হাজার টাকার বান্ডিলটি সঙ্গে নেই। টাকার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। এমন সময় ফেসবুকের পোস্ট চোখে পড়ে। পরে মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ এরশাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বাড়িতে গিয়ে টাকাগুলো ফেরত পান তিনি।
টাকা ফেরত দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন দুই ভাই মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ এরশাদ। স্থানীয় এক বাসিন্দা চৌধুরী আনোয়ারুল আজিম বলেন, আজ সকালে ফেসবুক পোস্টে দেখি টাকা ফেরত দিতে মালিককে খুঁজছেন দুই ভাই। পরে দেখলাম ফেরতও দিতে পেরেছেন। বিষয়টি প্রশংসনীয়।