দিনে দিনে আমাদের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে: সৈয়দ মনজুরুল ইসলাম

ফরিদপুরে একটি সেমিনারে বক্তব্য দিচ্ছেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। সোমবার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, ‘গাছের শিকড় যত গভীরে যায়, তত সে ঝড়ঝাপ্টা থেকে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু দিনে দিনে আমাদের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে।’

সোমবার বেলা তিনটার দিকে ফরিদপুরে একটি রেস্তোরাঁয় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে ভাষার বৈকল্য চলছে। এতে জাতিগতভাবে আমাদের ক্ষতি হচ্ছে। আমরা ভাষার ক্ষেত্রে এক ভয়াবহ অবস্থার মধ্যে আছি। এটা রোধ করা না গেলে সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে।’

ভাষা দখলের মধ্য দিয়ে যেভাবে একটি দেশ দখল করা যায়, তা অন্য কোনোভাবে সম্ভব নয় বলে মনে করেন এই শিক্ষাবিদ। তিনি বলেন, ভাষার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে করপোরেট ভাষা চালুর পাঁয়তারা চলছে। এর ফলে সংস্কৃতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘১৩ থেকে ১৯ বছর বয়সটা সবচেয়ে উপভোগ্য, সৃজনশীল ও গঠনমূলক। এ সময়টায় ব্যক্তির গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়। কিন্তু আমাদের তরুণদের এই সময়টা ছিনতাই হয়ে গেছে।’

এর আগে ‘শেক্‌সপিয়ারের নাটক: সাধারণ পর্যায়ে আলোচনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। সকাল ১০টায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগ।

সেমিনারে বক্তব্য দেন ওই কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আজম। এতে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান দেবাশীষ দাস। উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান।