রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

বন্য হাতি
ফাইল ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হাতি তাড়াতে বের হলে হাতির আক্রমণে আবদুর রশিদ (৫৫) নামের ওই দিনমজুরের মৃত্যু হয়। আবদুর রশিদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল গ্রামে।

রশিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে রাতে পাহাড় থেকে নেমে বন্য হাতির দল খেত ও কলাবাগান নষ্ট করে দেয়। আজ ভোররাতে হাতির পাল কলাগাছ খেতে এলে ওই ব্যক্তি হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান তিনি।

সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, প্রতিরাতেই বন্য হাতির পাল এলাকায় হানা দিচ্ছে। কৃষকের কলাবাগান, খেত নষ্ট হচ্ছে। হাতির আক্রমণ ঠেকানো না গেলে ক্ষয়ক্ষতিসহ আরও প্রাণহানির আশঙ্কা আছে।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, হাতির আক্রমণে একজন মারা গেছেন। ঘটনাস্থলে বন বিভাগের লোক গেছে। হাতির আক্রমণে এক মাসের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে।