আগের মতো আপনার ভোট সন্ত্রাসীরা দিতে পারবে না: তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় গণসংযোগ করেন তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন বলে উল্লেখ করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আগের মতো আপনার ভোট অন্য কোনো সন্ত্রাসীরা দিতে পারবে না। আগের দিন চইলা গেছে, এবার আর ২০১৪ ও ২০১৮-এর পুনরাবৃত্তি হবে না। নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় আছে।’

আজ মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তৈমুর। যারা নির্বাচনী কাজে বাধা দিয়ে সন্ত্রাসী ভূমিকা পালন করবে, তাদের স্থান জেলখানায় হবে বলেও উল্লেখ করেন সাবেক এই বিএনপি নেতা।

ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তৈমুর আলম বলেন, ‘কেন্দ্রে আসবেন ভোট দেবেন, আপনার ভোট অন্য কেউ দিতে চাইলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। প্রশাসনের উদ্যোগের কারণে জনগণ সোচ্চার হয়েছে। রূপগঞ্জের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে মনে করি।’

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করায় তাঁদের সাধুবাদ জানান তৈমুর আলম। ২০১৪ ও ২০১৮ সালে কেমন ভোট হয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৈমুর আলম বলেন, ‘তখন প্রশাসন ও নির্বাচন কমিশন সঠিক ভূমিকা নেয়নি।’ বিএনপির সঙ্গে বেইমানি করেননি বলেও দাবি করেন তৈমুর আলম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি, বেইমানি করি নাই। বহিষ্কার অনেক সময় সম্মানজনক।’

এর আগে দুপুরে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল, গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করে চনপাড়ায় পৌঁছান তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম। পরে তিনি চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে গণসংযোগ করেন। গাড়ি নিয়ে শোভাযাত্রা করা আচরণবিধি লঙ্ঘন কি না জানতে চাইলে তৈমুর আলম বলেন, আচরণবিধির কোথাও নাই যে গাড়ি নিয়ে আসা যাবে না।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। টানা চতুর্থবারের মতো এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তাঁর বিপরীতে সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারসহ আটজন প্রার্থী।