কক্সবাজার সৈকত থেকে ১১৭ বস্তা প্লাস্টিক বর্জ্য সংগৃহীত

বিশ্ব যুব দিবস উপলক্ষে ওয়াইসিসির আয়োজনে কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত

শতাধিক তরুণ–তরুণীর অংশগ্রহণে কক্সবাজার সৈকত ও ঝাউবন এলাকা থেকে ১১৭ বস্তা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ুথ কনজারভেশন ক্রপসের (ওয়াইসিসি) উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ওয়াইসিসি।

গতকাল সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান। এরপর সৈকতের কবিতা চত্বর থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। এ সময় প্রায় ১২০ জন তরুণ–তরুণী লাল রঙের পোশাক পরে সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমে ওয়াইসিসির ফিল্ড কো–অর্ডিনেটর রাকিব কিশোর, কক্সবাজারের অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক এম আনোয়ারুল হক, বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা, এআইটি কক্সবাজার, গ্রিন সেভারস ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে বিকেলে সুগন্ধা সৈকতে একটি শোভাযাত্রা বের করা হয়। কলাতলী সৈকত পর্যন্ত যাত্রা করে শোভাযাত্রাটি। ‘যুব দিবসের অঙ্গীকার, পরিবেশ রাখব পরিষ্কার’ স্লোগানে মুখর এই র‍্যালিতে পর্যটকেরাও অংশ নেন। র‍্যালি শেষে কলাতলী সৈকতে ‘প্লাস্টিক–ময়লা–আবর্জনা, সৈকতে আমরা ফেলব না’ শীর্ষক গণস্বাক্ষর অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েক শ মানুষ গণস্বাক্ষর করেন। এরপর সন্ধ্যায় পথসভার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।