মোটরসাইকেলকে ট্রাকের চাপা, বাবা নিহত, ছেলে গুরুতর আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালকের প্রাণ গেছে। গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলচালকের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে বাশাইল-মাগুড়া সড়কের মাগুড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত লিটন মিয়া (৫৮) মাদারীপুর জেলার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন। আহত হয়েছেন লিটনের ছেলে জানে আলম মিয়া (১৮)। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত লিটন মিয়ার ভাই রিপন মিয়া বলেন, সকালে কাঠ কেনার উদ্দেশ্যে তাঁর ভাই ও ভাতিজা মোটরসাইকেলে গৌরনদীর বাটাজোড় এলাকায় যান। সেখান থেকে আগৈলঝাড়া হয়ে মাগুড়া সড়কে যাওয়ার পথে ট্রাকের চাপায় পড়েন।

স্থানীয় কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আজ দুপুরে উপজেলার বাশাইল-মাগুড়া সড়কের মাগুড়া বাজারের পূর্ব পাশে একটি ট্রাক ও মোটরসাইকেল একই দিকে যাচ্ছিল। ট্রাকটি পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইলে নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। পরে লিটন ও আলমকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম মোর্শেদ সজীব বলেন, সড়ক দুর্ঘটনায় লিটন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত জানে আলমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।