দৌলতদিয়া ঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে তরুণের মৃত্যু

পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে মারা যাওয়া তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটেছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম ফিরোজ শেখ (২৮)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৩ নম্বর ট্রাক টার্মিনাল এলাকার বাসিন্দা আজগর আলী শেখের ছেলে। তিনি সেলফি পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

আজগর আলী শেখ বলেন, তাঁর ছেলে ছোটবেলা থেকেই মৃগী (স্নায়ুতন্ত্রের জটিলতাজনিত রোগ) রোগী ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে এক স্বজনের বাড়ি গোয়ালন্দে বেড়াতে গিয়েছিলেন ফিরোজ। আজ সকালে বাড়ি ফেরার সময় দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অসুস্থ হয়ে নদীতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে লঞ্চঘাটের পন্টুন থেকে হঠাৎ এক তরুণ নদীতে পড়েন। তখন আশপাশের লোকজন চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হন। তাঁরা গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌ পুলিশকে খবর দেন। সকাল সাড়ে আটটার পর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও আরিচার ডুবুরি দল এসে নয়টার দিকে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করে। পরে ঘাট এলাকার লোকজন ফিরোজ শেখের লাশ শনাক্ত করেন।

ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. সাবেকুল ইসলাম।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।