দাউদকান্দি উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান বলেন, গতকাল বেলা তিনটার দিকে বাড়ির পাশের মহিলা মাদ্রাসায় প্রাইভেট পড়তে যাচ্ছিল শিশু তানিশা। এ সময় সংঘবদ্ধ একটি চক্র তানিশাকে অপহরণ করে। এর কিছুক্ষণ পর মুঠোফোনে প্রথমে ২ লাখ, পরে ৫০ হাজার ও শেষে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। দাবিকৃত মুক্তিপণের ২৫ হাজার টাকা তানিশার মা শারমীন আক্তার বিকাশের মাধ্যমে অপহরণকারীদের পাঠিয়ে দেন। তবে টাকা পেয়েও তানিশাকে ছেড়ে দেয়নি অপহরণকারীরা।
নিরূপায় হয়ে তানিশার পরিবারের সদস্যরা বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেন। পরিবারের সদস্য, এলাকাবাসী ও থানা-পুলিশ বিকেল থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে তানিশাদের বাড়ির পাশের একটি ভুট্টার খেত থেকে তার লাশ উদ্ধার করে। লাশটি থানা হেফাজতে রয়েছে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে অপহরণকারীরা তানিশাকে শ্বাস রোধ করে হত্যা করেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। এ ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক যুবককে থানায় ডেকে আনা হয়েছে। তানিশার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।