ভোলায় চলছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা

ভোলায় চলছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। আজ সোমবার সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

ভোলায় চলছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। আজ সোমবার সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া তিন শতাধিক কৃতী শিক্ষার্থী অংশ নিয়েছে।

আজ সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। তবে এর আগেই সকাল সাড়ে আটটা থেকে দল বেঁধে জেলা পরিষদ চত্বরে আসতে থাকে শিক্ষার্থীরা। তাদের কলরব ও উচ্ছ্বাসে পূর্ণ হয়ে ওঠে সংবর্ধনাস্থল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ভোলা প্রতিনিধি মো. নেয়ামতউল্যাহ। সঞ্চালনা করেন ভোলা বন্ধুসভার উপদেষ্টা ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মশিউর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, প্রথম আলোর বিশাল বাংলা বিভাগের তুহিন সাইফুল্লাহ, ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আল মনির প্রমূখ।

দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখোর’ পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

দিনব্যাপী আয়োজিত এই সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স এবং ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।

সংবর্ধনায় আসা ভোলা সদর উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী হাসিবুল হাসান বলে, ‘আমার জীবনে স্মরণীয় একটি অনুষ্ঠান এই জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান। জিপিএ-৫ পাওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমরা কৃতী শিক্ষার্থী।’

চরফ্যাশন উপজেলার আসলামপুর আজহার মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত নাসিমা খানম বলে, ‘সংবর্ধনা অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। মনের ভেতর একরকম অনুপ্রেরণা তৈরি হচ্ছে ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা করার জন্য।’