চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দিনব্যাপী চতুর্থ বার্ষিক অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মূল ক্যাম্পাস প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ফ্রেমিং দ্য ফিউচার: মাল্টিসেক্টরাল ইকোনমিক রিফর্মস ফর আ নিউ বাংলাদেশ’। সকাল সাড়ে ৯টায় অতিথিদের আগমন ও আয়োজকদের স্বাগত জানানোর মধ্য দিয়ে এর উদ্বোধনী পর্ব শুরু হয়। আয়োজকেরা জানান, উদ্ভাবন, নীতি সংস্কার, প্রযুক্তি ও মানবসম্পদের সমন্বয়ই ভবিষ্যতের বাংলাদেশের অর্থনৈতিক স্থিতি ও প্রতিযোগিতা সক্ষমতা নির্ধারণ করবে। এ সম্পর্কে জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন এ আয়োজনের আহ্বায়ক তাসমীম চৌধুরী। পরে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাহিদ আখতার জাহান। তিনি বলেন, ‘কৌশলগত নীতি সংস্কার ছাড়া অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়া সম্ভব নয়।’
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন সিএইচটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক বাংলাদেশের টিম লিড শাইং শাইং ইউ নিনি ও ব্যাংক এশিয়া পিএলসির আগ্রাবাদ শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বোরহান উদ্দিন খন্দকার। এতে বক্তারা আঞ্চলিক উন্নয়ন, বেসরকারি খাতের উদ্ভাবন ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব হয়। এতে নীতি সংস্কার, ভবিষ্যৎ চাকরির বাজার ও দক্ষতা বিকাশ নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা। এরপর দুপুরে শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। এসব প্রকল্পে গবেষণাভিত্তিক নতুন ধারণা ও প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরেন তাঁরা। এরপর বিকেলে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন।
ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ নাজিম উদ্দিন এ সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের সমালোচনামূলক চিন্তা, গবেষণা ও নেতৃত্বগুণ বিকাশের প্ল্যাটফর্ম। শিক্ষা, শিল্প ও সমাজকে কাছাকাছি এনে স্মার্ট ও টেকসই বাংলাদেশ গড়তে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন।
সম্মেলনে আরও বক্তব্য দেন আয়োজক কমিটির উপদেষ্টা, ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ও সহযোগী ডিন রাশেদ আল করিম ও আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু এম হানিফ।