ফতুল্লায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকায় তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধরা হলেন ওই ফ্ল্যাটের বাসিন্দা সুলতান মিয়া (৬২), তাঁর স্ত্রী সাহিদা আক্তার (৪৫), তাঁদের দুই ছেলে নবী হোসেন (২৭) ও আলী মিয়া (২৩)। বিস্ফোরণে ফ্ল্যাটটির রান্নাঘরের দরজা ও জানালা উড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কাশিপুর খিল মার্কেট এলাকার তিনতলা ভবনটির দ্বিতীয় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সুলতান মিয়া। গ্রামের বাড়িতে বেড়ানো শেষে গতকাল রাতে ওই ফ্ল্যাটে আসেন পরিবারের সবাই। গতকাল দিবাগত রাত একটার দিকে রান্না ঘরের চুলা জ্বালাতে গেলে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘরের দরজা ও জানালা উড়ে যায়, আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র। দগ্ধ হন সুলতান মিয়া, তাঁর স্ত্রী ও দুই ছেলে। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আশপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।