ভোলায় তুলার গুদামে আগুন, নেভাতে গিয়ে একজনের মৃত্যু

ভোলা শহরের জামিরালতা এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ড। গতকাল সোমবার রাতে
ছবি: প্রথম আলো

ভোলা শহরের জামিরালতা এলাকার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আগুনে ওই গুদামসহ তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে জামিরালতা এলাকার রাড়ী বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. ইব্রাহীম (৪২)। তিনি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল বারেকের ছেলে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, গতকাল দিবাগত রাত ১০টার দিকে জামিরালতা এলাকার মো. আলী হোসেনের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পরে তিনটি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া বসতঘরের মালিক মো. ইলিয়াস, আবুল কাশেম ও মো. মনিরুজ্জামান।

ওসি আরও জানান, প্রথম অবস্থায় আগুন নেভাতে গিয়ে শ্বাসকষ্টে জ্ঞান হারিয়ে ফেলেন ইব্রাহীম। পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মালিকপক্ষের দাবি, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও সরকারিভাবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানিয়েছেন ওসি শাহীন ফকির।