নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত

গুলিবিদ্ধ মোহাম্মদ কাসেমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা এই গুলি চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গোলাচরের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলের নাম মোহাম্মদ কাসেম (৩৮)। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মৃত মনো মিয়ার ছেলে।

জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, সোমবার সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। বিকেলে ফেরত আসার সময় হঠাৎ করে বিজিপির একটি দল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গোলাচরের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া এলাকায় গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সঙ্গীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খান–এ আলম বলেন, দুই পায়ে রক্তাক্ত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে বিজিবির টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের মুঠোফোনের যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, নাফ নদীতে একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে তাঁরা খোঁজ-খবর নিচ্ছেন।