পঞ্চগড়ে বাহারি সব পিঠা নিয়ে তিন দিনের উৎসব
নানা নামের আর স্বাদের বাহারি পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের আকর্ষণে দিচ্ছেন এসব পিঠার স্বাদ আর বৈশিষ্ট্যের বর্ণনা। দর্শনার্থীরা এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে ঘুরে পিঠা দেখছেন, কিনে নিচ্ছেন। কেউ সেখানে বসেই খাচ্ছেন, আবার কেউ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।
গতকাল বুধবার বিকেলে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী পিঠা উৎসবে এমন চিত্রই দেখা গেল।
গতকাল বিকেলে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী এই পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আদম সুফি, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে জেলার বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ের ১৭টি স্টল অংশ নেয়। বিক্রেতাদের অধিকাংশই কিশোরী, তরুণী আর নারী। পিঠা উৎসবে শীতের বাহারি পিঠাপুলির রকমারি প্রদর্শনী ও বিকিকিনির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা পিঠাপুলির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।