রায়পুরে একই স্থানে স্বেচ্ছাসেবক লীগের শোকসভা, কর্মসূচি স্থগিত বিএনপির
জ্বালানি তেল ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বিএনপি। একই সময়ে সেখানে শোকসভার কর্মসূচি দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। ফলে ‘শান্তি-শৃঙ্খলা রক্ষা’র কারণ দেখিয়ে গতকাল রাতে নিজেদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার।
এর আগে গত বুধবার একই স্থানে বিক্ষোভ সমাবেশটি করতে চেয়েছিল উপজেলা বিএনপি। তবে সেদিনও উপজেলা আওয়ামী লীগ সেখানে শোকসভা ও বিক্ষোভ কর্মসূচি করায় অনিবার্য সংঘাতের শঙ্কায় নিজেদের কর্মসূচি স্থগিত করে দেন বিএনপি নেতারা।
রায়পুর উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘শান্তি–শৃঙ্খলা রক্ষার্থে’ আবারও বিএনপির কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগেও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপির পূর্বনির্ধারিত জনসমাবেশ বানচাল করেছে। বিশৃঙ্খলা এড়াতে এবং প্রশাসনের অনুরোধে তাঁরা ওই সময় জনসভা স্থগিত করেছিলেন। এবারও সেটি করতে বাধ্য হয়েছেন।
বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দফা সমাবেশ স্থগিতের পর গত বৃহস্পতিবার উপজেলা বিএনপি সভাপতি মনিরুল ইসলাম রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একটি চিঠি দেন। এতে তিনি বলেন, সোমবার (২৯ আগস্ট) বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জনসভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে অনুরোধ জানানো হয় চিঠিতে।
অন্যদিকে গত শনিবার রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের প্যাডে ‘জরুরি নোটিশ’ শিরোনামের একটি বিজ্ঞপ্তিতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী ও আটজন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষর করেন। স্বাক্ষরের তারিখ ছিল ২৬ আগস্ট (শুক্রবার)। চিঠিতে দলের নেতা-কর্মীদের প্রস্তুতিসভা করাসহ আজ বিকেলে বাসস্ট্যান্ডে শোকসভা ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী বলেন, শোকের মাসের এই কর্মসূচি তাঁদের পূর্বনির্ধারিত। বিএনপির কর্মসূচির বিষয়ে তাঁরা জানেন না। তাঁদের শোকসভা ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে নেতা-কর্মীরা সকাল থেকেই শহরে আসতে শুরু করছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ স্থগিত করেছেন বলে শুনেছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। কাউকে বিশৃঙ্খলা করতে সুযোগ দেওয়া হবে না।