সরকার দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে: হানিফ
বর্তমান সরকার বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৪০ বিলিয়ন—বিএনপি আমলে যা ছিল মাত্র ৫ বিলিয়ন।
আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাহবুব উল আলম হানিফ। জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ ওরফে জর্জ, কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
হানিফ বলেন, ‘বিএনপির পলাতক নেতা তারেক রহমান “টেক ব্যাক বাংলাদেশ” চাচ্ছেন। আমার প্রশ্ন, তিনি (তারেক) কোনো স্বর্গ রেখেছিলেন যে সেখানে বাংলাদেশকে নিতে চান?’ দেশে সাময়িক সংকট কাটতে শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, আগামী মাসে বিদ্যুৎ নিয়ে কোনো সংকট থাকবে না।
সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খেয়াল রাখতে হবে, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বিএনপি চক্রান্ত করছে। জামায়াতে ইসলামী এখনো পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে। এই বাংলাদেশে জামায়াতে ইসলামীকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। রাজপথে থেকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
বিএনপি যে দাবিতে আন্দোলন করছে, সেই দাবির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে হানিফ বলেন, বিএনপির কোনো দাবিই পূরণ হবে না।