ফুচকার দোকানে ক্রেতা ডাকা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে কিশোর নিহত

ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুচকার দোকানে ক্রেতা ডাকা নিয়ে দুই কর্মচারীর তর্কের জেরে ছুরিকাঘাতে রিশাদ শেখ (১৭) নামের এক কর্মচারী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের চিংগুরী গ্রামের মণ্ডলবাড়ী পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিশাদ শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের চিংগুরী গ্রামের সরদারপাড়ার রাজু শেখের ছেলে। ঘটনাস্থল থেকে আজিজুল মোল্লা (২১) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজিজুল মোল্লার বাড়িও চিংগুরী গ্রামে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিংগুরী গ্রামের মণ্ডলবাড়ীর দুর্গাপূজার শুরু থেকে মণ্ডপের সামনে অস্থায়ী ফুচকার দোকান দিয়ে বিক্রি করে আসছেন আজিজুল মোল্লা ও রিশাদ শেখ। গতকাল রাতে দোকানে বেচাকেনা চলাকালে রিশাদ শেখকে দোকানের সামনে গিয়ে ক্রেতা ডেকে আনার নির্দেশ দেন আজিজুল মোল্লা। এ সময় রিশাদ নির্দেশ পালনে অনীহা প্রকাশ করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে আজিজুল ফুচকার দোকানে থাকা ছুরি দিয়ে রিশাদের শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রিশাদ মাটিতে লুটিয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রিশাদকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আজিজুল মোল্লাকে ঘটনাস্থল থেকে আটক করে টুঙ্গিপাড়া থানা–পুলিশ।

প্রত্যক্ষদর্শী ফুচকার দোকানের মালিক সোহেল শেখ বলেন, পূজা শেষের দিকে হওয়ায় ক্রেতার চাপ একটু বেশি ছিল। এ সময় আজিজুল দোকানের সামনে গিয়ে ক্রেতা ডেকে আনার কথা বললে রিশাদ তা করতে রাজি হয়নি। পরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আজিজুল ছুরি দিয়ে রিশাদকে কোপাতে শুরু করেন।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আবুল মনসুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আজিজুল মোল্লাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।