মানবতাবিরোধী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাজমুল হুদাকে (৭২) ছয় বছর পর বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল তাঁকে গতকাল সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে।
নাজমুল সুন্দরগঞ্জের শান্তিরামের বাসিন্দা। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তিনি গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া রোডের ধরতৈল পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির অধিনায়ক স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ও রাজাকার বাহিনীর সদস্য ছিলেন নাজমুল হুদা। তিনি অপহরণ, খুন, ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি ওই সময় জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন।
২০১৪ সালের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাজমুল হুদাসহ ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলার রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। একপর্যায়ে তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ২ ও ১২ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।