জখম হওয়া দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাতে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ মেটানোর কথা বলে ডেকে নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার কালীতলা বাজারে এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী দুই ভাই এই ঘটনায় জড়িত মামুন ব্যাপারীর উপযুক্ত বিচার চেয়েছেন।

জখম হওয়া দুজন হলেন সদর উপজেলার পূর্ব ছিলারচর এলাকার মন্নান সরদারের ছেলে আমির সরদার (৩৬) ও বেলাল সরদার (৪০)। তাঁরা বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন আমির সরদার ও বেলাল সরদার প্রথম আলোকে বলেন, ফুটবল খেলা নিয়ে বিরোধের বিষয়টি পুলিশের কাছে বলার পরপরই মামুন ব্যাপারী তাঁদের মীমাংসার জন্য ডেকে নেন। পরে মামুনের নির্দেশেই কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান ও কুপিয়ে জখম করেন। তাঁরা এই ঘটনার বিচার চান।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহামুদ বলেন, দুই ভাইয়ের মাথায় ও হাতে গুরুতর জখম রয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় আমির ও বেলালের ছোট ভাই লিয়াকত সরদারের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছেলে ইয়াসিন। মাঠে খেলতে আসে একই এলাকার আবুল কাশেম সরদারের ছেলে আরিয়ান। খেলা নিয়ে ইয়াসিন ও আরিয়ানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি লিখিতভাবে আঙ্গুলকাটা পুলিশ তদন্তকেন্দ্রে জানান ইয়াসিনের দুই চাচা আমির ও বেলাল। এর জেরেই গতকাল রাত আটটার দিকে আরিয়ানের মামা মামুন ব্যাপারী প্রথমে ইয়াসিনের দুই চাচাকে বিরোধ মেটানোর কথা বলে ডেকে নেন। পরে মামুনের নির্দেশে তাঁর লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমির সরদার ও বেলাল সরদারকে কুপিয়ে জখম করেন।

অভিযোগের বিষয়ে মামুন ব্যাপারী বলেন, ‘তারা দুই ভাই পুলিশের কাছে অভিযোগ দিছে। পুলিশ তদন্ত করে দেখবে। এখানে আমি ডাকব কেন? আর মারবই–বা কেন? আমার নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, হামলার বিষয়ে ভুক্তভোগী দুই ভাই এখনো তাঁদের কাছে লিখিত অভিযোগ করেননি। তাঁরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।