ফরিদপুরে পুলিশ পরিচয়ে দোকান থেকে সোনা ও রুপার অলংকার নিয়ে উধাও
ফরিদপুরের সালথা উপজেলা সদরে জুয়েলার্সের একটি দোকান থেকে পুলিশ কর্মকর্তা পরিচয়ে সোনা ও রুপার অলংকার হাতিয়ে নিয়েছেন এক ব্যক্তি। আজ শনিবার সকাল ৯টার দিকে সালথা বাজারের মা কালী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
মা কালী জুয়েলার্সের মালিক ত্রিনাথ কুমার পাল বলেন, ‘সকালে কর্মচারীরা দোকান খোলার পর ৯টার দিকে এক ব্যক্তি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রায় তিন আনি ওজনের একটি সোনার আংটি ও ছয় ভরি ওজনের দুটি রুপার নূপুর দেখেন। একপর্যায়ে তিনি বলেন, জিনিসগুলো বাসায় নিয়ে পরিবারকে দেখিয়ে আনি, পছন্দ হলে নেব। এতে কর্মচারীরা রাজি না হলে ওই ব্যক্তি আমাকে ফোন করে বলেন, দাদা আমি সালথা থানা-পুলিশের তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান। আমি আপনার দোকান থেকে একটি আংটি ও দুটি নূপুর নিয়ে যাচ্ছি বাসায়, পছন্দ হলে কিনে নেব। পরে আমি তাকে একজন পুলিশ কর্মকর্তা ভেবে নিয়ে যাওয়ার অনুমতি দিই।’
ত্রিনাথ কুমার আরও বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা চলে গেলেও ওই ব্যক্তি আর ফিরে আসেননি। পরে তাঁকে ফোন করা হলে তিনি বলেন, দাদা আমি একটা আসামি ধরা নিয়ে ব্যস্ত আছি। এরপর ফোনটি বন্ধ করে দেন। থানায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি, মাসুদুর রহমান নামে কোনো পুলিশ কর্মকর্তা নেই।’
সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস বলেন, ‘আমরা ওই জুয়েলার্সের দোকান পরিদর্শন করে সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। যে সিম ব্যবহার করে ফোন করেছে, সেটা অন্য এক ব্যক্তির নামে কেনা। ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।’