নগরে আধিপত্য বিস্তারে দুই দলের সংঘর্ষে যুবক খুন

প্রতীকী ছবি

নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম মো. ইমন (১৮)। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মো. ইমন একই থানার আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির মো. সুবজ ও শান্তিনগর কলোনির মো. ইলিয়াসের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শান্তিনগর এলাকায় যুবক ইমন গুরুতর আহত হন। রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে নিহত তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ওসি আরও বলেন, শান্তিনগর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছিলেন আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয়নদানকারী মো. ইলিয়াস। সম্প্রতি সবুজ শান্তিনগর এলাকায় নিজের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। নিহত ইমন সবুজের অনুসারী হিসেবে পরিচিত।