আড়তঘরের দখল নিয়ে মারামারি ও ককটেল বিস্ফোরণ, একজনকে ছুরিকাঘাত

বগুড়ায় আড়তঘরের মালিকানা নিয়ে দুইপক্ষের মধ্য মারামারি ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বিকেলে শহরের রাজাবাজারে
ছবি: প্রথম আলো

বগুড়া শহরের রাজাবাজারে বাংলাদেশ জুট করপোরেশনের মালিকানাধীন জায়গায় থাকা একটি আড়তঘরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। মঙ্গলবার বিকেলে একটি পক্ষ নিজেদের লিজগ্রহীতা দাবি করে আড়তঘরটি দখলে নিতে গেলে অন্য পক্ষ এতে বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষ বহিরাগত লোকজন নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

এ সময় ককটেল বিস্ফোরণ ও একজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছুরিকাঘাতে আহত ব্যক্তির নাম মুনসুর রহমান ওরফে ভোগা (৪৫)। তাঁর বাড়ি বগুড়া উপশহর এলাকায়।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) বাবু কুমার সাহা প্রথম আলোকে বলেন, মুনসুর রহমানকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

রাজাবাজারের দুই ব্যবসায়ী বলেন, আজ (মঙ্গলবার) দলবল নিয়ে আড়তঘর দখল নিতে যান শহরের টিনপট্টি এলাকার ব্যবসায়ী আবদুর রহমান। এ সময় উপশহর এলাকার ব্যবসায়ী এখলাছুর রহমান তাঁর লোকজন নিয়ে বাধা দেন। দুই পক্ষের মধ্যে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একপর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ ও রাজাবাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজাবাজারে বাংলাদেশ জুট করপোরেশনের মালিকানায় সোয়া ১০ শতক জায়গার ওপরে ‘দয়াল ভান্ডার’ নামের কাঁচামালের একটি আড়তঘর রয়েছে। ২০০৮ সালে আড়তঘরটি লিজ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুট করপোরেশন।

আড়তঘরটি ইজারা নেন ব্যবসায়ী আবদুর রহমান। ওই জায়গা তাঁদের পৈতৃক সম্পত্তি দাবি করে আদালতে মামলা করেন ব্যবসায়ী এখলাছুর রহমান। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জায়গার মালিকানা বাংলাদেশ জুট করপোরেশনের এবং প্রতিষ্ঠানটির কাছ থেকে তা আবদুর রহমান ইজারা নিয়েছেন বলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে।

আবদুর রহমান প্রথম আলোকে বলেন, জাল দলিল করে ওই জমি পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন এখলাছুর রহমান। এরপর ২০২১ সালের ১৪ নভেম্বর তাঁকে বের করে দিয়ে আড়তঘরটি দখলে নেন তিনি। এর মধ্যে বাংলাদেশ জুট করপোরেশন সুপ্রিম কোর্ট থেকে তাঁদের পক্ষে রায় পায় এবং ইজারার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত নবায়ন করে। সে অনুযায়ী আড়তের মালিকানা বুঝে নিতে যান। এ সময় এখলাছুর দলবল নিয়ে এসে তাঁর লোকজনের ওপর হামলা করেন।

এখলাছুর রহমান দাবি করেন, ওই জমি তাঁর পৈতৃক সম্পত্তি। বাংলাদেশ পাট করপোরেশনের মালিকানা দাবি করে যা দখলে নেওয়ার চেষ্টা করছেন আবদুর রহমান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

রাজাবাজার আড়তদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ প্রথম আলোকে বলেন, সরকারের পাট করপোরেশনের মালিকানার পক্ষে ওই জমির কাগজপত্র রয়েছে। তবে এখলাছুর এটি তাঁর পৈতৃক সম্পত্তি দাবি করছেন। বাজারের শান্তিশৃঙ্খলার স্বার্থে বিষয়টি নিষ্পত্তি হওয়া দরকার।