পাবনায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, তরুণ গ্রেপ্তার

নিহত মোস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

পাবনায় বন্ধুদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে মোস্তাফিজুর রহমান ওরফে সিয়ামকে (১৮) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহত মোস্তাফিজুরের বাবা ইব্রাহিম আলী বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি করেন।

মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই পুলিশ এজাহারভুক্ত আসামি তুষার হোসেনকে (১৮) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তুষার নিহত মোস্তাফিজুর রহমানের বন্ধু। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেছেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। মামলা হওয়ার পর তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার কথা-কাটাকাটির জেরে মোস্তাফিজুরকে হত্যার কথা স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিহত মোস্তাফিজুর রহমান পাবনা শহরের পৈলানপুর পাওয়ার হাউসপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। তিনি শহরের রাধানগর মজুমদার (আরএম) একাডেমির ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

গত শনিবার সন্ধ্যায় শহরের রাধানগর রথঘর মহল্লায় বন্ধুদের সঙ্গে মোস্তাফিজুর রহমানের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁদের থামিয়ে দিলে মোস্তাফিজুর ঘটনাস্থল থেকে চলে যান। পরে রাত ১০টার দিকে শহরের শান্তিনগর মহল্লায় মোস্তাফিজুরকে আটক করে তাঁর বন্ধুরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন