বনে পানি ওঠায় গাছের ডালে ৭ প্রাণী, উদ্ধার করলেন চার যুবক
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের পিংলা ও কাটুয়া বিলের কাছে একটি হিজল-করচের বনে পানি ঢুকে পড়ে। পানি থেকে বাঁচতে বনের সাতটি মেছোবিড়াল ও শিয়াল গাছের ডালে উঠে আশ্রয় নেয়। হাওরের পানিতে মাছ ধরতে যাওয়া চার যুবক বন্য প্রাণীগুলো দেখে উদ্ধার করে আনেন। এরপর বন বিভাগের কাছে সেগুলো হস্তান্তর করেন।
রোববার বিকেলে বন্য প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকারী যুবকেরা হলেন—উপজেলার খালেরমুখ নয়াবাজার এলাকার বাসিন্দা জামাল মিয়া, সোহেল মিয়া, বারেক আহমদ ও হাওরের পিংলা বিলের পাহারাদার বিল্লাল মিয়া।
স্থানীয় লোকজন জানিয়েছেন, হাকালুকি হাওরের বিভিন্ন বিলের (জলাশয়) আশপাশে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা হিজল-করচের ছোট ছোট বন রয়েছে। এসব বনে মেছোবিড়াল, শিয়ালসহ নানা জাতের বন্য প্রাণী থাকে।
উদ্ধারকারী যুবকদের প্রশংসা করে বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রথম আলোকে বলেন, সাতটি বন্য প্রাণীই সুস্থ রয়েছে। তাদের স্থানীয় লাঠিটিলা সংরক্ষিত বনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ বিকেলে হাওরসংলগ্ন উপজেলার খালেরমুখ নয়াবাজার এলাকায় গিয়ে দেখা যায়, পোলট্রির দোকানের সামনে লোহার দুটি খাঁচায় মাঝারি আকারের একটি মেছোবিড়াল ও দুটো শিয়াল রাখা। উৎসুক মানুষজন প্রাণীগুলো দেখতে ভিড় জমিয়েছেন।
উদ্ধারকারী যুবকেরা এসব বন্য প্রাণীকে বিরক্ত না করার জন্য সবার কাছে অনুরোধ করছেন। এর কিছুক্ষণ পর দুটো চটের বস্তায় ভরে আনা হয় আরও চারটি শিয়াল। এক পর্যায়ে বন বিভাগের লোকজন গিয়ে খাঁচাবন্দী এসব বন্য প্রাণীকে পিকআপভ্যানে করে নিয়ে যান।
এ সময় সেখানে স্থানীয় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনফর আলী ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হেকিম উপস্থিত ছিলেন।
উদ্ধারকারী যুবকেরা জানিয়েছেন, টানা বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে হাওরে পানি বেড়ে চলেছে। এর মধ্যে গতকাল শনিবার রাতে তাঁরা ইঞ্জিনচালিত নৌকায় করে জাল নিয়ে হাওরে মাছ ধরতে যান। এ সময় পিংলা ও কাটুয়া বিলের কাছে হিজল-করচের বনের ভেতরে কয়েকটি বন্যপ্রাণীকে আতঙ্কিত হয়ে ঘোরাঘুরি করতে দেখেন। তখন বনের চারপাশ ছিল জলমগ্ন। মাছ ধরা শেষে তাঁরা বাড়ি ফিরে যান।
এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আজ সকালের দিকে তাঁরা আবারও ইঞ্জিনচালিত নৌকায় করে সেখানে ছুটে যান। এ সময় তাঁরা দেখতে পান, ওই স্থানে বন তলিয়ে গেছে। একটি মেছোবিড়াল ও ছয়টি শিয়াল বনের গাছের ডালে আশ্রয় নিয়েছে। এরপর তাঁরা বন্য প্রাণীগুলো ধরে খালেরমুখ নয়াবাজার এলাকায় নিয়ে যান। পরে স্থানীয় পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাটি জানানো হয়।