শত শত মৌমাছি সালামকে ঘিরে ধরে, পরে হাসপাতালে মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মৌমাছির কামড়ে আবদুস সালাম (৪৫) নামের এক হোটেলশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পারকোলা উত্তর পাড়া মহল্লার বাসিন্দা।

এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহত দুজন হলেন মৃত সালামের স্ত্রী রওশনা বেগম (৩৮) ও তাঁদের একমাত্র ছেলে রুহুল আমিন (৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে সালাম পৌর শহরের পারকোলা উত্তর পাড়া মহল্লায় তাঁর বাড়ির পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটি জামগাছে মৌমাছি চাক করেছিল। হঠাৎ এলাকার শিশুদের কেউ সেই মৌচাকে ঢিল ছুড়লে শত শত মৌমাছি এসে সালামকে ঘিরে ধরে। সে সময় মৌমাছির কামড়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁর স্ত্রী ও ছেলে তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরাও আক্রান্ত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সালামের মৃত্যু হয়।

স্থানীয় শাহজাদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাফিজুর রহমান বলেন, নিহত আবদুস সালাম অসহায় একজন হোটেলশ্রমিক। তাঁর একার উপার্জনেই  সংসার চলত। হঠাৎ এমন একটি দুর্ঘটনায় পরিবারটি বিপদে পড়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৌমাছির কামড়ে একজনের মৃত্যুর খবর আমরা জেনেছি। লাশটি দাফনের প্রস্তুতি চলছে।’