খুলনায় বন্ধ হয়ে যাওয়া সব বেসরকারি পাটকলের শ্রমিক-কর্মচারীদের ভবিষ্য তহবিল (পিএফ), আনুতোষিক ও চূড়ান্ত পাওনা এককালীন পরিশোধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির সামনে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।
ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিকনেতা মো. বাবুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, এ্যাজাক্স জুট মিলের শ্রমিকনেতা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজহার মাতব্বর, ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, মহসেন জুট মিলের শ্রমিকনেতা ইজ্ঞিল কাজী, আসহাব উদ্দীন, আমির মুন্সি, আফিল জুট মিলের শ্রমিকনেতা নিজামউদ্দিন, সোনালী জুট মিলের শ্রমিকনেতা লিয়াকত মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিকনেতা মো. শহিদুল ইসলাম প্রমুখ।
কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধ ও তথাকথিত মালিকদের দ্রুত আইনের আওতায় এনে শ্রমিকদের টাকা পরিশোধের দাবিতে ২২ মার্চ সকাল ১০টায় ফুলবাড়ী গেটে রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।