বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির আবেদন

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খানসহ বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা কমিটির জ্যেষ্ঠ নেতারা লিখিত আবেদনটি নিয়ে আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যান
ছবি: প্রথম আলো

বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) আগামী ৫ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছে বিএনপি। আজ রোববার দুপুরে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খানসহ বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা কমিটির জ্যেষ্ঠ নেতারা লিখিত আবেদনটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ আবেদনটি গ্রহণ করেন।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা যথাযথ প্রক্রিয়ায় গণসমাবেশের জন্য স্থান নির্ধারণ করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।’

বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে। বরিশাল মহানগর বিএনপি এর আয়োজক। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় গণসমাবেশ করেছে দলটি। এরই অংশ হিসেবে বরিশালে বিভাগীয় গণসমাবেশ করবে দলটি।

দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ সারা দেশে চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে এই বিভাগীয় গণসমাবেশ হবে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘গণসমাবেশ সফল করতে আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। আমরা প্রতিদিনই নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করছি। কেন্দ্রীয় নেতারাও প্রস্তুতি সভা করছেন। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভা চলছে। সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। বিএনপির নেতা-কর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে এই সমাবেশে। সেটা আমরা মানুষের আগ্রহ দেখে টের পাচ্ছি। সমাবেশে যে পরিমাণ লোকসমাগম হবে, তাতে বেলস পার্ক ছাড়া অন্য কোথাও সংকুলান হবে না। আমরা আশা করছি, এটা হবে বরিশাল বিভাগের এযাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ।’