নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।‌ আজ রোববার দুপুরে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির আহ্বায়ক হলেন জেলা বিএনপির বিদায়ী কমিটির সদস্য মাহবুব আলমগীর। সদস্যসচিব হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ। কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং বিদায়ী কমিটির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।

জানতে চাইলে আহ্বায়ক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। আজ বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, তিনি যথাযথভাবে সেটি পালন করবেন।

একই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, বিগত দিনে আন্দোলন–সংগ্রামে ছিলেন না, এমন ব্যক্তিকে সদস্যসচিব করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জেনেছেন। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নেতা-কর্মীরা এটি মানবেন না।

সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানের এমন প্রতিক্রিয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সদ্য দায়িত্ব পাওয়া জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর। সম্মেলনের শেষ দিকে প্রধান অতিথির বক্তব্য চলাকালে হারুনুর রশিদ ও মাহবুব আলমগীরের সমর্থকদের মধ্যে শুরুতে বাগ্‌বিতণ্ডা থেকে পরবর্তী সময়ে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে সম্মেলনের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়। পরবর্তী সময়ে কেন্দ্র থেকে জেলা বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যে কমিটিতে তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের আস্থাভাজন এ জেড এম গোলাম হায়দাকে সভাপতি এবং জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।