রাজবাড়ীতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে হত্যা

লাশ
প্রতীকী ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইসগেট এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শরীফ খান (৪০)। গতকাল বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শরীফ খান (৪০) রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধানবাড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম হাকিম খান।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফ রূপসা স্লুইসগেট বাজারে মোবাইল ব্যাংকিং এজেন্ট সেবা ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। তিনি গতকাল রাতে ওয়াজ মাহফিল থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় অতর্কিতে তাঁর ওপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, শরীফের পকেটে প্রায় ৭০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিল। কিন্তু দুর্বৃত্তরা এসব কিছুই নেয়নি। অতর্কিত হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারিবারিকভাবে তাঁদের সঙ্গে কারও শত্রুতা নেই। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’