সিলেটে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান আহমদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার পিয়াইপুর গ্রামের মসজিদের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে হাসানের মৃত্যু হয়।

নিহত হাসান উপজেলার বিরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের বাবুল আহমদের ছেলে। এর আগে গতকাল সিলেট নগরের সবুজবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে পানি সেচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে হাসান আহমদ মসজিদের ছাদে উঠেছিল। এ সময় ছাদে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।

সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী গণমাধ্যম) শ্যামল বণিক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় জকিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন