সিরাজদিখানে আবাসন প্রকল্পে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি আবাসন প্রকল্পে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকার ‘নিমতলা আবাসন’ নামে একটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউদার গ্রামের গনি মিয়ার ছেলে তুলা মিয়া (৪১) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলচত্র গ্রামের প্রয়াত শীতল মিয়ার ছেলে মো. পলাশ (৪০)। নিহত দুজন নিমতলা আবাসন কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই আবাসন প্রকল্পে কয়েক দিন পরে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এ জন্য শ্রমিকদের দিয়ে আশপাশ পরিষ্কার করছিলেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ বিকেলে লোহার মই দিয়ে গাছের ডালপালা, আগাছা পরিষ্কার করছিলেন পলাশ ও তুলা মিয়া। মইটি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় অসাবধানতাবশত ওই জায়গা দিয়ে যাওয়া ৪৪০ কেবি বিদ্যুতের তারে লেগে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে জ্বলসে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, যেখানে ওই দুই শ্রমিক কাজ করছিলেন, সেখানে মাটি থেকে তারের উচ্চতা ছিল মাত্র ১২ ফুট। মইয়ের উচ্চতা ছিল ১৮ ফুট। শ্রমিকদের অসাবধানতার জন্য এমন ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।