শেরপুরে গাছে ঝুলছিল দিনমজুরের লাশ

ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

শেরপুরের নকলায় মো. সবুজ মিয়া (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বড়মোজার আনসারের ভিটা গ্রামের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সবুজ উপজেলার ছোটমোজার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনমজুর সবুজ মিয়ার সংসারে দুই ছেলে-মেয়ে আছে। তবে সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বের কারণে তাঁর স্ত্রী বাড়ি থেকে চলে যান। এ নিয়ে সবুজ হতাশ হয়ে পড়েছিলেন। আজ ভোরে কোনো এক সময় সবুজ বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে স্থানীয় লোকজন বড়মোজার আনসারের ভিটা গ্রামের একটি গাছের ডালে সবুজ মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নকলা থানা-পুলিশ আজ বেলা সাড়ে ১১টার দিকে সবুজের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) পুলক চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, সবুজের গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।