নামী কফিশপের আইসক্রিমে তেলাপোকা
সাজিয়ে রাখা আইসক্রিম বক্সে ঘোরাঘুরি করছিল তেলাপোকা। আইসক্রিমের সঙ্গে মিশে ছিল মৃত তেলাপোকাও। এ ছাড়া রাখা ছিল মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের সিরাপ। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় রিও কফিশপে গিয়ে এমন চিত্র দেখতে পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে অভিযানে গিয়ে এমন চিত্র দেখতে পান অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে পাশের ওয়েল ফুড দেখা যায়, মিষ্টিজাতীয় পণ্যে তেলাপোকা ঘোরাঘুরি করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরেকটি রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যদ্রব্যের তেলাপোকা থাকার কারণে আট হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে তেলাপোকা থাকার কারণে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।