রাজবাড়ীতে ১২ মামলার আসামিসহ দুজন গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

রাজবাড়ীতে মশিউর রহমান ওরফে মিথুন (২৬) নামের একজনকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় মশিউরের কাছ থেকে গুলিসহ একটি বন্দুক, ধারালো অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মশিউরের বাবার নাম রহমত মোল্লা। তিনি রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের আমবাবুর বাড়ির এলাকার বাসিন্দা। গ্রেপ্তার আরেকজন হলেন হাবিল শেখ (২৯)। তিনি শ্রীপুর এলাকার মো. আবদুল জব্বার শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, মশিউরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা আছে। এর মধ্যে ২০১৫ সালে একটি, ২০১৬ সালে দুটি, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে তিনটি, ২০১৯ সালে দুটি, ২০২০ সালে একটি এবং ২০২২ সালে দুটি মামলা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা যুবলীগের কমিটি গঠনের জন্য সিভি জমা নেওয়া হচ্ছে। মশিউর কোনো এক নেতার জন্য তৎপরতা চালাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় গোয়েন্দা পুলিশ মশিউরকে নজরদারিতে রাখে। পরে রাত সাড়ে ১০টার দিকে কার্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। এ সময় তিনি মোটরবাইক, একটি পিস্তল, গুলি, একটি ধারালো অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

রাজবাড়ী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, মশিউর একজন চিহ্নিত সন্ত্রাসী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা চলছে। মশিউর ও তাঁর সহযোগীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।