পাড়ে জুতা, পুকুরে মিলল দুই চাচাতো ভাইয়ের লাশ
দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে তাদের দুজনের সাড়াশব্দ না পেয়ে মা ও স্বজনেরা বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। তিন ঘণ্টা ধরে খোঁজার পর বেলা দুইটার দিকে বাড়ির পুকুরপাড়ে এক শিশুর জুতা দেখেন তাঁরা। এরপর পুকুরে নেমে দুইজনের লাশ পাওয়া যায়।
সোমবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম রোহান (৫) ও সাইমুন (৪)। তাদের মধ্যে রোহান ওই গ্রামের মনির হাওলাদারের ছেলে এবং সাইমুন শাহিন হাওলাদারের ছেলে।
ওই দুই শিশু উঠানে খেলতে খেলতে পুকুরপাড়ে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় বলে ধারণা করছেন স্বজনেরা।
তাঁরা জানিয়েছেন, মনির হাওলাদার ও শাহীন হাওলাদার আপন ভাই। তাঁরা দুজনে ঢাকায় চাকরি করেন। খবর পেয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বাড়িতে পৌঁছানোর পর দুই শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ওই বাড়িতে গিয়েছি। এ ঘটনায় স্বজনেরা কাউকে সন্দেহ করছেন না।’